Image

রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের গোলে রিয়ালের জয়

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের গোলে ক্লাব ব্রুজের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতা। সেই ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়ান ক্লাবটিকে উড়িয়ে দেয় জিনেদিন জিদানের দল। অন্য গোলটি লুকা মডরিচের।

ক্লাব ব্রুজের মাঠে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধ ছিল অবশ্য গোলশূন্য। বিরতির পর ৫৩ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো।

অবশ্য দুই মিনিট পরই ভানাকেনের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। তবে ৬৪ মিনিটে রিয়ালের লিড পুনরুদ্ধার করেন ভিনিসিউস। আর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান মডরিচ।

এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল পিএসজিও। শেষ ম্যাচে তারা গালাতাসারাইকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। একটি করে গোল করেন নেইমার, কিলিয়ান এমবাপে, এডিনসন কাভানি, মাউরো ইকার্দি ও সারাবিয়া।

ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পিএসজি। ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ রিয়াল। ব্রুজের পয়েন্ট ৩, গালাতাসারাইয়ের ২।

মানবকণ্ঠ/আরবি