Image

দেবহাটায় ফিরোজা-মজিদ ট্রাষ্টের ৪দলীয় ফুটবলে কালিগঞ্জ চ্যাম্পিয়ন

তরিকুল ইসলাম: সাতক্ষীরার দেবহাটায় ফিরোজা-মজিদ ট্রাষ্টের ৪দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) সখিপুর কেবিএ সরকারী কলেজ মাঠে সখিপুর উদয়ন সংঘের ব্যবস্থাপনায় বিকাল ৩টায় অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার একদিকে অংশগ্রহণ করে কালিগঞ্জ পাইলট একাদশ অন্যদিকে মাস্টার মিঠুনের খেজুরবাড়িয়া ফুটবল একাদশ লড়েন।

সখিপুর উদায়ন সংঘের সভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, ব্যাংকার মোহাম্মদ মাজহার হোসেন, সখিপুর উদয়ন সংঘের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, সাবেক সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর, আলহাজ্ব আনছারর আলী, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সখিপুর সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সখিপুর ইউপি সদস্য নূর মোহাম্মদ, সাবেক সদস্য এবাদুল ইসলাম প্রমুখ।

খেলার শুরুতে একটি মাদক বিরোধী রেলি অনুষ্ঠিত হয়। খেলায় কালীগঞ্জ ১ গোলে জয়লাভ করে। এদিকে একই মাঠে ২৮ তারিখ রবিবার বিকাল তিনটায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করবে রাজশাহী বিভাগের নারী ফুটবল দল ও অন্যদিকে খেলবে খুলনা বিভাগের মহিলা ফুটবল দল।