
সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু
- Jul 14 2024 13:45
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট - ২০২৪ শুরু হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী দিনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক । এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন মন্ডল মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার। বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন প্রমুখ। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুসারাত জাহান মিলি, মিজানুর রহমান, মরিয়ম নেছা, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় কুন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ২-১ গোলে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে এবং দ্বিতীয় খেলায় কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করেছে। অন্যদিকে, বঙ্গবন্ধু মাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফটবল দল ১-০ গোলে রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে এবং দ্বিতীয় খেলায় মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল ও সহকারি শিক্ষক মো. আখেরুজ্জামান আপেল। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক আরিফ রাশেদ ও মাহামুদ রাসুল। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু ও তিনপাই বেলপুকুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম ওমর ফারুক।
আরো সংবাদ
শ্যামনগরে মৎস্য ঘের দখলের পাঁয়তারা
- Jul 14 2024 13:45
শ্যামনগরে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- Jul 14 2024 13:45
১৮দিন কিশোরীকে আটক রেখে ধর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার
- Jul 14 2024 13:45
কালিগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও গণ ইফতার
- Jul 14 2024 13:45
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July