
তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি দিবে চিনি
- Jan 09 2020 00:43
মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আর চিনি ছাড়া মিষ্টি চিন্তা করাও কঠিন। তবে অনেকের জন্যই চিনি খাওয়া নিষেধ। তবে এই চিনি শুধু খেতেই মিষ্টি নয়, বেশ কাজেরও।
শুধু চিনি দিয়েই অনেক কঠিন কাজ সহজেই সমাধান করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সেগুলো-
শিশুর ব্যথা উপসম : জানেন কি চিনি ব্যথা কমাতে সাহায্য করে? ভ্যাক্সিনেশনের আগে শিশুকে চিনির পানি খাইয়ে নিন। এতে যন্ত্রণা কম হবে।
ক্ষত সারাতে : হঠাৎ কেটে গেছে? রক্ত বন্ধ করতে ক্ষতের ওপর চিনি ছড়িয়ে দিন। রক্ত বন্ধ হবে। ক্ষত সারবেও তাড়াতাড়ি।
জিভের জ্বালা : খুব গরম চায়ে চুমুক দিয়ে জিভ পুড়ে গেছে বা হঠাৎ করে জিভে কামড় পড়ে গেছে? চিনি লাগিয়ে নিন।
ঝাল দূর করে : খুব স্পাইসি খাবার খেলে ঝাল লেগে মুখ, গলা জ্বালা করে। এই সময় পানির বদলে খেয়ে নিন এক চামচ চিনি। সঙ্গে সঙ্গে আরাম পাবেন।
বডি স্ক্রাব হিসেবে : চিনি ত্বক এক্সফোলিয়েট করতে দারুণ কাজ করে। অলিভ অয়েল বা পাকা কলার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে গোটা শরীরে স্ক্রাব করতে পারেন।
ঠোঁটের যত্নে : চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফাটা ঠোঁটে লাগান। মরা চামড়া উঠে কোমল ঠোঁট পাবেন।
হাত যত্নে: অনেক সময় হাত থেকে অতিরিক্ত তেল, গ্রিজ বা ময়লা উঠতে চায় না। সাবান পানি মধ্যে কিছুটা চিনি মিশিয়ে নিন। এতে তাড়াতাড়ি উঠে যাবে। অলিভ অয়েল ও চিনি মিশিয়েও হাত পরিষ্কার করতে পারেন।
ফুল সতেজ রাখতে : ফুলদানিতে ফুল সাজানোর সময় হালকা গরম জলে ৩ চা চামচ চিনি ও ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে রাখুন। এতে ফুল বেশি দিন তাজা থাকবে।
বাগানে সার হিসেবে : সার হিসেবে দারুণ ভাল কাজ করে চিনি। বড় বাগান হলে প্রতি ২৫০ বর্গফুট অন্তর আড়াই কেজি করে চিনি ফেলে রাখুন। চিনি মাটির উর্বরতা বাড়াবে।
তেলাপোকার উপদ্রপ থেকে মুক্তি : রান্নাঘরে তেলাপোকার উপদ্রব? একটা পাত্রে সম পরিমাণ বেকিং সোডা ও চিনি মিশিয়ে রাখুন। চিনি খেতে তেলাপোকা আসবে, কিন্তু বেকিং সোডায় দমবন্ধ হয়ে মারা যাবে।
মিক্সার-গ্রাইন্ডার পরিষ্কার : মিক্সার-গ্রাইন্ডার পরিষ্কার করা বেশ কঠিন ব্যাপার। নোংরা গ্রাইন্ডারে সিকি কাপ চিনি দিয়ে চালিয়ে দিন গ্রাইন্ডার। তারপর ভালো করে ধুয়ে মুছে নিন।
জামা কাপড়ে দাগ দূর করা : যদি জামা কাপড় থেকে কোনো দাগ উঠতে না চায় তাহলে গরম পানি ও চিনির ঘন পেস্ট তৈরি করে নিন। দাগের ওপর লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। তারপর কেচে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
কেক ও কুকিজ ফ্রেশ রাখতে : কেক বা কুকিজ এয়ারটাইট কৌটোয় রাখলে সঙ্গে কয়েকটা সুগারা কিউব রাখুন। এতে বেশি দিন ফ্রেশ থাকবে কেক, কুকিজ।
মানবকণ্ঠ/টিএইচডি
আরো সংবাদ
কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবন করে যুবকের আত্মহত্যা
- Jan 09 2020 00:43
পাইকগাছায় আবু মুছা বাহিনীর বিরুদ্ধে লতা ইউনিয়নবাসী মানববন্ধন
- Jan 09 2020 00:43
সুনামগঞ্জে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ
- Jan 09 2020 00:43
ডুমুরিয়ার শরাফপুরে বিএনপি'র যৌথ সভা
- Jan 09 2020 00:43
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July