Image

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

অনলাইন ডেস্ক: বিশ্বে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা বাড়ছে। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বুধবার এ দাবি জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৩৩ সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। যা গত বছরের চেয়ে ৪৫ জন বেশি।

পরিসংখ্যনে বলা হয়েছে, ২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩। জরিপ অনুযায়ী, সাংবাদিকদের গ্রেফতারে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে চীন। দেশটিতে ১১০ সাংবাদিককে জেলে পাঠানো হয়। এরপরই রয়েছে সেনাশাসিত মিয়ানমারের অবস্থান।

মিয়ানমারে চলতি বছর ৬২ জন সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়। সরকারবিরোধী আন্দোলন চলা ইরানে এ বছর ৪৭ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এ ছাড়া ভিয়েতনামে ৩৯ ও বেলারুশে ৩১ সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়।

এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে নিহত সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে আরএসএফ। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৫৭ জন সাংবাদিক। যাদের মধ্যে আটজন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের আটজনসহ মোট ১৮ জন সাংবাদিককে বর্তমানে বন্দি করে রেখেছে রাশিয়া।

আরএসএফ জানিয়েছে, সংবাদ সংগ্রহে গিয়ে নারী সাংবাদিকদেরও বিভিন্ন ধরনের হুমকির মধ্যে পড়তে হচ্ছে। এমনকি তাদেরকেও কারাবন্দি করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। ২০২১ সাল থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নারী সাংবাদিকদের কারাবন্দি করার হার বেড়েছে অন্তত ১৮ শতাংশ।

এদিকে জেলে থাকা তিন-চতুর্থাংশ সাংবাদিক এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে বন্দি রয়েছেন। বিশ্বজুড়ে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ব্যাপারে হস্তক্ষেপ করায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।