Image

বৈধ কাগজপত্র না থাকায় সৈয়দপুরে সান ডায়াগনোস্টিক সেন্টারের অর্থদণ্ড 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সান ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ নভেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়কের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠান পরিচালনায় লাইসেন্স না থাকা, সেবা নিতে আসা গ্রাহকের সাথে ল্যাব টেস্টের রিপোর্ট  জালিয়াতি  নোংরা পরিবেশে ল্যাবের কার্যক্রম পরিচালনা এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে কোন অনুমোদিত কর্মকর্তা নেই বলে অভিযোগ মেলে। এরই প্রেক্ষিতে সোমবার ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় বৈধ কাগজপত্র না থাকা, বিভিন্ন ল্যাব পরীক্ষার রিপোর্টে আগাম স্বাক্ষরের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা এবং নোংরা পরিবেশে ল্যাব পরিচালনার অস্তিত্ব পায় অভিযান পরিচালনা করা দল। ফলে সান ডায়াগনস্টিক সেন্টারের ৪৪ হাজার 
টাকা অর্থদণ্ড করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান ডা. চন্দন রায়, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকারসহ থানা পুলিশের সদস্যরা। এদিকে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের সংবাদে শহরের অন্যান্য 
ডায়াগনস্টিক সেন্টারের লোকজনকে তাদের প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ কাগজপত্র সংরক্ষণ করতে তৎপর হয়ে ওঠেন। তবে যাদের কাগজপত্র নেই তারা সটকে পড়েন। অভিযান প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, সৈয়দপুরে লাইসেন্সবিহীন ও বৈধ টেকনিশিয়ান ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাবের কার্যক্রম পরিচালনায় শহরের সান ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।