
রেলওয়ের ডিজির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা: যুবক গ্রেফতার
- May 31 2024 17:39
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকেট বিক্রির অভিযোগে প্রতারক চক্রের প্রধান ওয়াজ কুরুনী সাব্বির ওরফে ভেজাল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) । শুক্রবার (৩১মে) ভোরে ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো. মোস্তফার ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার পরেই পুলিশ আসামি ওয়াজ কুরুনিকে আদালতে প্রেরণ করে। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম ।
রেলওয়ে পুলিশের সুত্র জানায়, প্রতারক ওয়াজকুরুনী তার চক্রের মাধ্যমে রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবী ও ছবি ব্যবহার করে একটি ভূয়া ফেসবুক আইডি খোলেন। পরবর্তীতে ওই আইডি ব্যবহার করে যাত্রীদের কাছে দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট দেওয়ার কথা বলে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা নিত। টাকা নেওয়ার পরেই তাদেরকে টিকেট না দিয়ে মোবাইল ফোন বন্ধ রাখতো। এভাবে প্রতারণা করে টাকা আত্মসাতের বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের কানে আসে। এনিয়ে সত্যতা যাচাইয়ের পর পুলিশ তাকে ধরতে সোর্স নিয়োগসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে। এক পর্যায়ে পঞ্চগড় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় শুক্রবার ভোরে প্রতারক ওয়াজ কুরুনিকে চিলাহাটির বড় জুম্মাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ এ.কে.এম নুরুল ইসলাম গ্রেফতার হওয়া আসামি ওয়াজ কুরুনির বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, সে তার চক্রের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। ওই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরো সংবাদ
সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেফতার
- May 31 2024 17:39
কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- May 31 2024 17:39
ডুমুরিয়ায় মাদারতলায় বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন
- May 31 2024 17:39
সর্বশেষ
Weather

21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July