Image

সৈয়দপুরে হোটেল ও মাছ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: হোটেলের রেফ্রিজারেটরে বাসি খাবার সংরক্ষণের দায়ে সৈয়দপুর শহরের স্বনামধন্য একটি হোটেল মালিকে ১০ হাজার ও বেশি দামে ইলিশ মাছ বিক্রির দায়ে অপর এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকির পৃথক দুটি অভিযানে ওই জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় জেলা আনসার ও নিরাপত্তা বাহিনীর একটি দল তার সাথে ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কে অবস্থিত একটি অভিজাত হোটেলে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই হোটেলের রান্নাঘরে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা যায়। এছাড়া হেটেলের রেফ্রিজারেটরে কাঁচা মাছ- মাংস ও তরকারির সাথে আগের দিনের রান্না করা বিভিন্ন খাদ্য মজুদ দেখা যায়৷ এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় ওই হোটেল মালিকের। এছাড়া একই দিনে শহরের শহীদ ডা. শামসুক হক সড়কের মাছ বাজারে অভিযান চালিয়ে বেশি দামে ইলিশ বিক্রি ও মাছের ক্রয় রশিদ দেখাতে না পারায় অজয় রায় নামের মাছ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।