
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- May 08 2025 17:09
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: গরুসহ দুই জন চোরকে আটক করেছে খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা পুলিশ।বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে চুকনগর-খুলনা মহাড়কের চাকুন্দিয়া কালভার্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় চুরি কাজে ব্যবহৃত খুলনা মেট্রো-থ-১১-৯৪১২ নম্বর একটি সিএনজি জব্ধ করে পুলিশ। আটককৃত হলো- খুলনা মহানগরীর বাসিন্দা ও কয়রা থানাধীন মোহর আলি সরদারের ছেলে আঃ রব সরদার (৪৫), মহাগরীর বাসিন্দা বাগেরহাটের মোল্লাহাট থানার বুড়িগাঙ্গী এলাকার রেজাউল শেখের ছেলে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,হাইওয়ে থানা পুলিশের একটি দল মহাসড়কে টহল দিচ্ছিলেন। এসময় কৈয়া এলাকা বাজার এলাকায় থেকে সন্দেহ ভাজন সিএনজিটি থামতে সংকেত দেয় পুলিশ। কিন্তু পুলিশের সংকেত আমান্য করে সিএনজি টি চুকনগর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও সিএনজির পিছু নেয়। পথিমধ্যে টিপু নামের একজন চোর লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায় চাকুন্দিয়া এলাকায় চেকপোস্টে তারা পুলিশের হাতে আটক হয়। তারা গোপালগঞ্জ এলাকা থেকে গরুটি চুরি করে সিএনজি যোগে শাহপুর হাটে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকারোক্তি দেয়।
হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন অভিনব কৌশল তিনজন চোর একটি গরু সিএনজি যোগে চুরি করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। আনুমানিক মুল্য ৩৫ হাজার টাকা। এঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।
আরো সংবাদ
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন
- May 08 2025 17:09
সৈয়দপুরে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- May 08 2025 17:09
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- May 08 2025 17:09
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- May 08 2025 17:09
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July