
সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার : মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেফতার
- Jun 03 2025 15:34
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী মোকসেদুল ইসলাম পারভেজের (৪২) স্ত্রী মাদক বিক্রেতা রিনা বেগমকে (৩৫) আটক করেছে অভিযানিক দল। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় ওই মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে ছিল ৮৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা।
এছাড়া মাদক বিক্রির ৮ হাজার ৯০০ টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করে অভিযান পরিচালনা করা দলের সদস্যরা। এ ব্যাপারে রাতে পারভেজ ও তার স্ত্রী রিনা বেগমকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। তবে মামলার অপর আসামী পারভেজ পলাতক রয়েছে। মঙ্গলবার (০৩ জুন) সকালে আসামী রিনাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দেন।
সুত্র জানায়, দীর্ঘদিন থেকে মোকসেদুল ইসলাম পারভেজ ও তাঁর স্ত্রী মাদক বেচাকেনা করে আসলেও তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। তাঁদের মাদক কারবারের খবর যায় সেনাবাহিনীর কাছে। এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর নীলফামারী ক্যাম্পের মেজর সালমানের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমসহ সেনা সদস্য ও থানা পুলিশের একটি দল যৌথভাবে পারভেজের বাড়ী ঘেরাও করে অভিযান চালায়। এসময় তাঁর শয়নকক্ষে থাকা একটি বাক্সে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯০০ টাকা ও তিনটি বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন। এসময় আটক করা হয় মাদক ব্যবসায়ীর স্ত্রী রিনা বেগমকে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী পারভেজ।
এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে রিনা জানায়, সে মাদক বিক্রেতা নয়, তার স্বামী পারভেজ মাদক বিক্রির সাথে জড়িত।
এলাকাবাসীর অভিযোগ পারভেজ ও তার স্ত্রী দীর্ঘদিন থেকে গাজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। তারা আরও বলেন, সঠিক তদন্ত হলে পারভেজের নেতৃত্বে আর কে কে রয়েছেন তা বেড়িয়ে আসবে। অভিযানে রিনা বেগমকে আটক করায় যৌথবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা পারভেজ চক্রের অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান। যৌথবাহিনীর অভিযানে থানা পুলিশের উপ পরিদর্শক আকমল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে আটককৃত মাদক বিক্রেতা রিনা বেগম ও তার স্বামী মোকসেদুল ইসলাম পারভেজের নামে মাদক আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে মামলার অপর আসামী পারভেজকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরো সংবাদ
১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
- Jun 03 2025 15:34
মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
- Jun 03 2025 15:34
সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক
- Jun 03 2025 15:34
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July