Image

ডুমুরিয়ার কাঁঠালতলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার কাঁঠালতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজার আন্তঃ সরকারি রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। এছাড়া বাজারের সরকারি জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক অপসারণ করতে অবৈধ দখলদারদের নির্দেশ দেয়া হয়।

অন্যথায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। 

এসময় উপস্থিত ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বাজার কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান, নাজির কিরণ বালা,সার্ভেয়ার মিজানুর রহমান,তহসিলদার মোঃ জাহাঙ্গীর হোসেন, থানা পুলিশের একটি টিম সাধারণ ব্যবসায়িবৃন্দ প্রমুখ।