Image

পাইকগাছা পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি সহ গ্রেফতার ৬ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি ও পরোয়ানা ভূক্তসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্ৰামের মৃত:-শেখ রুহুল কুদ্দুস রাজের ছেলে মোহাম্মদ জাহিদুল ইকবাল জয় (২৬), রেজাকপুর গ্ৰামের মৃত তোরাব আলীর ছেলে রফিকুল ইসলাম সাগর(২৮) ও রামচন্দ্রনগর গ্ৰামের সিরাজ গাজী ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন (৩২)।


এছাড়াও পরোয়ানা ভূক্ত আসামিরা হলেন, ফতেপুর গ্ৰামের মৃত ভক্ত জামাল সানারং ছেলে মোহাম্মদ শারাফাত সানা, সরণখালী গ্ৰামের মৃত শামসুর রহমান সরদারের ছেলে শফিকুল সরদার (৪৭),কাটাবুনিয়ার জাহাবক্স গাজী সানার ছেলে মোহাম্মদ মফিজুল গাজী।

থানা ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান,অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।