সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপিত
- Oct 25 2025 15:52
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক নয়া দিগন্তের ২১ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাবের হলরুমে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও বিএনপির অন্যতম নেতা, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, জাকের পার্টির নীলফামারী জেলা-২ এর সভাপতি ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের স্থানীয় প্রতিনিধি মো. জাকির হোসেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান।
উপস্থিত ছিলেন, সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন ও গোপাল চন্দ্র রায়, দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, সাংবাদিক শাহিদুল সরকার দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধি, সূধীজন, পত্রিকার এজেন্ট ও বিভিন্ন পত্রিকার বিক্রয় কর্মী। শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।
আরো সংবাদ
সুনামগঞ্জের পাগলায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ১০
- Oct 25 2025 15:52
সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপিত
- Oct 25 2025 15:52
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- Oct 25 2025 15:52
কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দক্ষতা উন্নয়ন কর্মশালা ও নৌকা ভ্রমণ
- Oct 25 2025 15:52
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





