
সৈয়দপুরে সারজিস আলম: 'গত ১৬বছর বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস'
- Dec 17 2024 13:09
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, স্বৈরশাসক আওয়ামীলীগের পতন হয়েছে তাদের অত্যাচারের কারণে। তারা বিগত ১৬ বছর বিজয় দিবস পালন করেছে নিজেদের দিবস হিসেবে। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র কারো কোন একক দল, ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এসব নিজের পারিবারিক সম্পদ মনে করেছিল। গত ১৬ বছরে আমরা কেউ এসবের বিরুদ্ধে কথা বলতে পারিনি। যারাই এসবের বিপক্ষে কথা বলেছেন তাদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এমন কি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে মহান বিজয় দিবস ও জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও চিত্রাঙ্কন, করিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর এর উদ্যোগে ওই মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ষৈয়দপুর এর সদস্য জাবেদ আত্তারীর সভাপতিত্বে এ সময় মঞ্চে
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে
সৈয়দপুরের নিহত সাজ্জাদ হোসেনের বাবা মাওলানা মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমীর মো. শরফুদ্দিন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
সমন্বয়ক সারজিদ আলম আরো বলেন, হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে।
এমন লজ্জাজনক পতন বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধানের হয়নি।
আগামীতেও এমন ঘটনার অবতারণা বাংলাদেশের মাটিতে হবে না। গত ১৫ ডিসেম্বর গুম কমিশনের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সেখানে বলা হয়েছে যারা খুনি হাসিনার এমন অন্যায়, অত্যাচারের বিরোধিতা করেছে, তাদেরকে গুম করা হয়েছে। টর্চার সেলে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। তারপর যখন ট্রেন আসে তখন নির্জন জায়গায় নিয়ে রেলওয়ে লাইনের ওপর দেহ রেখে দেহ ছিন্নবিচ্ছিন্ন করা হয়েছে। পরে সেটিকে দূর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে। এমন অসংখ্যক মানুষের নির্যাতনের ঘটনা ওই রিপোর্টে উঠে এসেছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দোসর আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে। তাই দেশের জনগন এক বিন্দু রক্ত থাকতে ভারতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে যাবে। আগামী দিনে আমাদের লড়াই হবে কঠিন ও দীর্ঘ
সময়ের। ভারতের তাবেদারি বাংলাদেশের জনগণ করে না এবং আগামীতেও করবে না। সৈয়দপুর শহরে বসবাসরত উর্দূভাষীসহ অনেকে আবাসন সমস্যা ভুগছে এবং দূর্দশাগ্রস্তভাবে জীবনযাপন করছে বলে উল্লেখ করে তিনি বলেন তাদের আবাসন সমস্যাসহ সকল সমস্যার জন্য প্রয়োজনে সব উপদেষ্টার সাথে কথা বলে সে সবের আশু সমস্যা করার উদ্যোগ গ্রহন করা হবে। একইসাথে সৈয়দপুরের ইতিহাস ঐতিহ্যের প্রশংসা করে বলেন, দেশে ভবিষ্যতে যদি ২/১ টি নতুন জেলা হয়,তাহলে সৈয়দপুর থাকবে ওই তালিকায়।
এরআগে মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর শাখার আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
ওই মতবিনিময় ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৩ বখাটে গ্রেপ্তার
- Dec 17 2024 13:09
সৈয়দপুরে সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর
- Dec 17 2024 13:09
কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
- Dec 17 2024 13:09
সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা
- Dec 17 2024 13:09
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July