Image

মোবাইল চোরকে অসুবিধায় ফেলতে গুগল নিয়ে আসছে নতুন ফিচার

অনলাইন ডেস্ক: বর্তমান সময়ে ফ্যাশন বা শখের অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন। আর এ মোবাইল ফোন নিয়ে আমাদের শখের শেষ নেই। আর সে শখের মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আর কষ্টের শেষ থাকে না। গ্রাহকের এ ধরনের পরিস্থিতি মাথায় রেখে মোবাইল চোরকে বেকায়দায় ফেলতে গুগল নিয়ে আসছে অসাধারণ একটি নতুন ফিচার।

 

 

যে ফিচারটি মোবাইলে অন থাকলে কোনো অ্যাপ খুলতে হলে বায়োমেট্রিক পরিচয় জানাতে বাধ্য করবে গুগল ক্রোম। অর্থাৎ কোনোভাবে চোর যদিও আপনার পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড জেনে যায়, তাহলেও লাভ নেই। সে ওই সব স্পর্শকাতর অ্যাপের নাগালই পাবে না। আর সেটা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের ‘আইডেন্টিটি চেক’ ফিচার।

 

 

অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুসরণ করেই ফিচারটি আনা হচ্ছে অ্যান্ড্রয়েডে। এই ফিচারটিকে সক্রিয় করে রাখলেই তা বাধ্য করবে কোনো অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক্স ব্যবহার করতে। এমনও হতে পারে, সাধারণভাবে ওই অ্যাপ খুলতে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবেই। গত সপ্তাহেই এই ফিচারটির কথা ঘোষণা করেছে গুগল।

 

 

 

শুধু এখানেই শেষ নয়। যদি কোনো ফোন চোর হাতিয়ে নিয়ে পালিয়ে যায়, তাহলেও তা ধরে ফেলবে এই ফিচার। ‘মেশিন লার্নিং মডেল’ ব্যবহার করে ফোন যদি বুঝতে পারে চোর দৌড়ে কিংবা গাড়িতে পালাচ্ছে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে সেটি। ফলে চোরের পক্ষে আর ফোন খোলা সম্ভব হবে না।

আগামী কয়েক দিনের মধ্যে গুগলের এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে। ফলে চোরদের কাজ যে প্রবল কঠিন হতে চলেছে এ কথা ভেবে স্বস্তি পেতেই পারেন ইউজাররা।