Image

ক্রিকেটে বর্ষসেরা হলেন যারা

ভারতীয় ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে আইসিসির কর্তৃক ঘোষিত স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টোকস। অথচ এ বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন কোহলি।

তিনি জিতেছিলেন ২০১৭ ও ২০১৮ সালের বর্ষসেরার পুরস্কার। ২০১৯ সালেও ৮ টেস্টে ৬৮ গড়ে ৬১২ এবং ২৬ ওয়ানডেতে ৫৯.৮৭ গড়ে ১৩৭৭ রান করে সম্ভাব্য জয়ীর তালিকায় ছিলেন তিনি। কিন্তু দুর্দান্ত বছর কাটানো স্টোকস তাকে রুখে দিয়ে জিতে নিয়েছেন ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।

ক্রিকেট মাঠে গতবছর ২০ ওয়ানডেতে ব্যাট হাতে ৭১৯ রান ও বল হাতে ১২ উইকেট শিকার করেছেন স্টোকস। এছাড়া টেস্ট ক্রিকেটে ১১ ম্যাচে ৮২১ রানের পাশাপাশি বল হাতে তার শিকার ছিলো ২২টি উইকেট। পরিসংখ্যানের চেয়েও পারফরম্যান্সের গুরুত্ব বিবেচনায়ই মূলত বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টোকস।

বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি অন্যান্য বিভাগেও ২০১৯ সালের সেরাদের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে সেরা ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েৎজার। বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে।

একইসঙ্গে বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। উভয় একাদশেই রয়েছেন মাত্র ৩ জন খেলোয়াড়। তারা হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (দুই একাদশেরই অধিনায়ক), ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস এবং অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

আইসিসির ২০১৯ সালের বর্ষসেরা পুরস্কার

বর্ষসেরা ক্রিকেটার - বেন স্টোকস (ইংল্যান্ড)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার - প্যাট কামিনস (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার - রোহিত শর্মা (ভারত)
বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স - দ্বীপক চাহার (ভারত, বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার - মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা সহযোগী সদস্য ক্রিকেটার - কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)
স্পিরিট অব দ্য ক্রিকেট পুরস্কার - বিরাট কোহলি (ওভালে স্টিভেন স্মিথের উদ্দেশ্যে দর্শকদের দুয়ো থামিয়ে দেয়ার ঘটনায়)
বর্ষসেরা আম্পায়ার - রিচার্ড ইলিংওর্থ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ:
১. রোহিত শর্মা (ভারত), ২. শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ৩. বিরাট কোহলি (ভারত), ৪. বাবর আজম (পাকিস্তান), ৫. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ৬. বেন স্টোকস (ইংল্যান্ড), ৭. জস বাটলার (উইকেটরক্ষক, ইংল্যান্ড), ৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ৯. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ১০. মোহাম্মদ শামি (ভারত), ১১. কুলদ্বীপ যাদভ (ভারত)।

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ:
১. মায়াঙ্ক আগারওয়াল (ভারত), ২. টম লাথাম (নিউজিল্যান্ড), ৩. মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া), ৪. বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), ৫. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), ৬. বেন স্টোকস (ইংল্যান্ড), ৭. বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক, নিউজিল্যান্ড), ৮. প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), ৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ১০. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড), ১১. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।

মানবকণ্ঠ/আরবি