Image

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমকে অধিনায়ক করে বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করা ১৫ সদস্যের এই দলে ফেরানো হয়েছে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে।

এছাড়া দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা হ্যারিস রউফ, আহসান আলী ও আমাদ বাট। তিন ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল-হক।

দল থেকে বাদ পড়েছেন আসিফ আলী, ফখর জামান, হ্যারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ। আগামী ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ জানুয়ারি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনিয়ান, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।

মানবকণ্ঠ/আরবি