
কালিগঞ্জে আটদলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বুড়িগোয়ালিনি ফুটবল একাদশের জয়
- Jul 04 2025 15:24
আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জে আটদলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম পর্বের চতুর্থ খেলা শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় পারুলগাছা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুই লক্ষ টাকা প্রাইজমানির এ টুর্নামেন্টের চতুর্থ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রতিকে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির।
উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কৃতী ফুটবলার কাজী হুমায়ন কবির ডাবলু, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহম্মেদ, শ্যামনগর উপজেলা কৃষকদলের আহবায়ক শেখ নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিুকল ইসলাম দুলুসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন মঞ্জুর এলাহী রুবেল এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, রবিউল ইসলাম ও শিমুল হোসেন।
প্রসঙ্গত, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম খেলায় রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ, রতনপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় শ্যামনগর সদর ইউনিয়ন ফুটবল একাদশ এবং শ্যামনগর সরকারি হরিচরণ পাইলট স্কুল ফুটবল মাঠে টুর্নামেন্টের তৃতীয় খেলায় শ্যামনগরের ঈশ^রীপুর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
আরো সংবাদ
শ্যামনগরে দুদকের অভিযানে ৪ জনকে কারাদণ্ড
- Jul 04 2025 15:24
শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
- Jul 04 2025 15:24
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে গণ সমাবেশে বিপুল সংখ্যক মানুষের একাত্মতা
- Jul 04 2025 15:24
নলতায় সৌদি আরবের ঐতিহ্যবাহী 'ডেইলি কাপ' কফি হাউজের উদ্বোধন
- Jul 04 2025 15:24
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July