Image

তাপসের ভোট প্রার্থনায় ভোটারের দ্বারে দ্বারে আব্দুর রহমান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় নৌকা প্রতীকের প্রচারণার অংশ নেন তিনি।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, ব্যারিস্টার তাপস শেখ পরিবারের একজন সদস্য। তিনি অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ এবং মানুষ হিসেবেও অনেক ভালো। তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন। আমি সবার কাছে তাপসের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় তার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/এফএইচ