Image

ভারত থেকে ফেরত পাঠানো ৭৮ বাংলাদেশির শরীরে আঘাতের চিহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় বিএসএফ এর পুশইন করা ৭৮ বাংলাদেশিকে শনিবার রাত ১১টায় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে বন বিভাগ। গহীন সুন্দরবনের মান্দারবাড়িয়া কাকা-দোবেকী কোস্টগার্ডের ক্যাম্পে হস্তান্তর করে বনবিভাগ।

বন বিভাগ সুত্র জানায়, ভারত থেকে পুশ ইন করা ৭৮ বাংলাদেশির অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাবিবুল ইসলাম জানান, ভারত থেকে পাঠানো ৭৮ জন নাগরিক কয়েক দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদেরকে কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাঁদের মোংলা কোস্টগার্ড অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের অনেকেই অসুস্থ। একজনের হাত ভেঙে গেছে। আরও কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন আছে। খাবার, স্যালাইন ও পানি খাওয়ার পর তাঁরা কিছুটা সুস্থ হয়ে উঠেছেন।

এ বিষয়ে মোংলা কোস্টগার্ডের মিডিয়া বিভাগের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে কোনো তথ্য দিতে অপারগতা জানিয়ে বলা হয় রোববার সন্ধ্যায় মোংলা থেকে পরবর্তী আইনী পদক্ষেপের জন্য তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর থানায় পাঠানো হয়েছে। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন এলাকায় বলে তিনি জানান।

উল্লেখ্য, তাঁরা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে যান। ভারতের বিভিন্ন স্থান থেকে দেশটির পুলিশ তাঁদের সপ্তাহখানেক আগে আটক করে। গত শুক্রবার ভোরে কয়েকটি স্পিডবোডযোগে তাদেরকে গহীন সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ফেলে রেখে যায়। পরে বন বিভাগের সদস্যরা জানতে পেরে তাঁদের উদ্ধার করে মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে আসেন। সেখান থেকে শনিবার রাতে তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।