Image

সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবলের আজ দুইটি খেলা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর দ্বিতীয় দিনে আজ রবিবার দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রেলওয়ে মাঠে  বিকেল তিনটায় এবং সাড়ে চারটায় ওই খেলা দুটি অনুষ্ঠিত হয়।

প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর  আয়োজিত দিনের প্রথম খেলায় সৈয়দপুর ব্লাক স্টার বনাম ইয়াং স্টার এবং দ্বিতীয় খেলায় ডায়ানামিক সৈয়দপুর বনাম ব্লাক হিরোস পরস্পরের মুখোমুখি হয়।

দ্বিতীয় দিনের প্রথম খেলায় সৈয়দপুর ব্লাক স্টার ২-১ গোলে ইয়াং স্টারকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে পাপ্পু ও জাহিদ একটি করে এবং ইয়াং স্টারের  দলের  খোকন একমাত্র গোলটি করেন।

আর দ্বিতীয় খেলায় ডায়নামিক সৈয়দপুর বনাম ব্লাক হিরোস পরস্পরের মুখোমুখি হয়। এ খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় গোল শূন্যভাবে শেষ হয়। আজকের দুইটি খেলায় রেফারী ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বিতীয় শ্রেণির রেফারী ও সৈয়দপুর উপজেলার আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম। সহকারী রেফারী ছিলে অমল রায়  এবং মো. মুকুল। চতুর্থ রেফারী ছিলেন বাঙ্গারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম মন্ডল।

কাল সোমবার তৃতীয় দিনের খেলায় ফুটবল স্টারস বনাম সৈয়দপুর বেঙ্গল দল পরস্পরের মুখোমুখি হবে বলে  আয়োজক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ উপজেলার মোট ১২টি ফুটবল দল অংশ নিচ্ছে।

প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর এর আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু এবং এসপিএল-২০২৫ পরিচালনা কমিটির আহবায়ক মো. মনোয়ার হোসেন মনু সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫   এর সার্বিক দায়িত্বে রয়েছেন।