Image

শ্রমিক পার্টির সমন্বয়ক হলেন আব্দুর সবুর

জাতীয় শ্রমিক পার্টির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।

মঙ্গলবার জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দলের চেয়ারম্যান জিএম কাদের তাকে এই দায়িত্ব দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ এর ১/১ এর ক উপধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

মানবকণ্ঠ/এআইএস