Image

প্রত্যেক নির্বাচনে ভোট চুরির অভিনব পন্থা নেয় সরকার : রিজভী

প্রত্যেক নির্বাচনে সরকার ভোট চুরির অভিনব পন্থা বেছে নেয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের সংজ্ঞা ভুলে গেছে। সিইসি বর্তমান সরকারের আজ্ঞাবহ দাস বলেও মন্তব্য করেন তিনি।

এবারও ইভিএম’র মাধ্যমে ভোট চুরি হবে বলে শঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, সরকার যেমন চাইবে সিইসি তেমন নির্বাচনই উপহার দেবেন। দেশে আইনের শাসন নেই জানিয়ে রিজভী বলেন খালেদা জিয়াকে মুক্তি না দেয়া ও বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নিপীড়ন করাই প্রমাণ করে বিচারবিভাগ সরকারের কব্জায়।

মানবকণ্ঠ/এইচকে