বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে মিলাদ ও দোয়া মাহফিল
- Sep 01 2024 13:58
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জেলা বিএনপি কার্যালয়ে ওই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
সভায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক
শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, জেলা বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু প্রমুখ। এতে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ ও আওয়ামীলীগের গুন্ডা বাহিনীর হাতে নিহত সকল শহীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের রক্তের ঋণ কোনদিনও আমরা শোধ করতে পারবো না উল্লেখ করে বক্তারা বলেন, আমরা তাদের দেখিয়ে দেওয়া পথে চলতে চাই। ছাত্র জনতার গণআন্দোলনে সংঘটিত হত্যাকান্ডের বিচারের মুখোমুখি হতে হবে আওয়ামী লীগকে। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ছাত্র জনতার গণআন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক ক্বারী মাওলানা মোকসেদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব রশিদুল হক সরকার, মনোয়ার হোসেন, শামসুল আলম, আবিদ হোসেন লাড্ডান,আবু সরকার,আনিছুল হক চৌধুরী, শাহিন হোসেন, যুবদল নেতা রিজওয়ান আক্তার পাপ্পু, সৈয়দ নাদিম রেজা, ছাত্রদল নেতা হোসাইন মোহাম্মদ আরমান, কৃষকদল নেতা মাজহারুল ইসলাম সরকার মিজু বসুনিয়াসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, কৃষকদল,স্বেচ্ছাসেবক দল মহিলা দল, মৎস্যজীবী দল,জাসাসসহ সংগঠনের জেলা, থানা,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
এরআগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্থ মানুষজনের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং ওইসব এলাকার অসহায় মানুষজনের পাশ দাড়াতে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য অনুষ্ঠান বাতিল করে।
আরো সংবাদ
পাট শিল্পের সমস্যা উত্তরণে দুই উপদেষ্টার সাথে মতবিনিময়
- Sep 01 2024 13:58
ভাদ্রের বৃষ্টিতে নাকাল সাতক্ষীরাবাসি, ডুবছে নতুন নতুন এলাকা
- Sep 01 2024 13:58
সৈয়দপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত
- Sep 01 2024 13:58
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July