Image

ডুমুরিয়ার পল্লীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার পল্লীতে শ্রীমতি বাছাড় (৩৭) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মার্গে পাঠায়।

 

আত্মহনকারী গৃহবধূ ডুমুরিয়া উপজেলার খলশিবুনিয়া গ্রামের সৌমিত্র বাছাড়ের স্ত্রী। তবে পুলিশ বলেছে তুচ্ছ পারিবারিক কোন কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। পারিবারিক জীবনে সৌমিত্র বাছাড় ও শ্রীমতি বাছাড় দম্পতি'র দুই পুত্র সন্তান রয়েছে। বড় ছেল সৈকত বাছাড় (১৮) যশোর ক্যান্টমেন্ট কলেজে অধ্যায়ণ রত ছাত্র ও ছোট ছেলে পিয়াস বাছাড় (৪)।

 

এদিকে মা'কে হারিয়ে অশ্রুজলে বাকরুদ্ধ হয়ে পড়ে তাদের আদরের দুই সন্তান। আর স্বামী নিকটতম স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের ঘটনা ঘটে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রজু হয়েছে। ময়নাতদন্ত এবং আইনী প্রক্রিয়া শেষে আজ শুক্রবার দুপুরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।