Image

জনস্বার্থ সাংবাদিকতার নানা দিক প্রশিক্ষণে সাতক্ষীরায় শেষ হলো তিন দিনের কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত ‘জনস্বার্থে বলি, নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) শহরতলীর মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে ইউরোপীয়ান কমিশনের অর্থায়নে এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর এফেকটিভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ (এফআরইইডি) প্রকল্পের সহযোগিতায় বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশ প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠিত হয়।


তিনদিনের প্রশিক্ষণে জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমের নির্বাচিত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় জনস্বার্থ সাংবাদিকতার মূল দর্শন, স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধ বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বিশেষজ্ঞ প্রশিক্ষকরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।


বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী জনস্বার্থ সাংবাদিকতার দর্শন, পাঠকের প্রয়োজন ও জনগণের কল্যাণকে কেন্দ্র করে সংবাদ নির্মাণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন। মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার কামাল হোসেন ডিজিটাল মিডিয়া লিটারেসি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশন—এই তিন ধরনের ভ্রান্ত বা বিভ্রান্তিকর তথ্য চিহ্নিতকরণ ও প্রতিরোধ কৌশল, ফিশিং লিংকের ঝুঁকি এবং অনলাইন সুরক্ষার গাইডলাইন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।


এ ছাড়া সোহানা পারভীন নীতিগত ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা, সৃজনশীল গল্প বলা (ক্রিয়েটিভ স্টোরিটেলিং) এবং ফিল্ড রিপোর্টিংয়ের কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

 

সমাপনী অনুষ্ঠানে নূর সিদ্দিকী বলেন, জনস্বার্থ সাংবাদিকতা হলো সেই সাংবাদিকতা, যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। জনগণের ক্ষুদ্রতম প্রয়োজনকেও গুরুত্ব দিয়ে সংবাদ উপস্থাপন করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।

 

প্রশিক্ষণে অংশনেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার, এখন টিভির আহসানুর রহমান রাজীব, চ্যানেল ২৪–এর আমিনা বিলকিস ময়না, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, বাংলানিউজের তানজির কচি, গ্লোবাল টিভির রাহাত রাজা, দৈনিক যুগান্তরের মোজাহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, হৃদয় বার্তা’র আলী মুক্তাদা হৃদয়, এনপিবির মো: হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সমকাল এর কিশোর কুমার হালদার, খবরের কাগজের জাকির হোসেন, আরটিভি অনলাইনের জাহাঙ্গীর হোসেন, বার্তা২৪ এর মৃত্যুঞ্জয় রায়, আমার দেশের জিএম মনিরুজ্জামান এবং দৃষ্টিপাতের মেহেদী হাসান সোহাগ।

 

আয়োজক সংস্থা জানায়, মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং জনগণকে ভুল তথ্য, গুজব ও অপতথ্য থেকে সচেতন করা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল।