Image

কালিগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও গণ ইফতার

বিশেষ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন, আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০মার্চ) বিকেলে নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ওয়েজ কুরুনী।

নলতা ইউনিয়ন সেক্রেটারী ক্বারী সাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কালিগঞ্জ উপজেলা শাখার ছদর শেখ নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন কালিগঞ্জ উপজেলা সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, সেক্রেটারী মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।