সৈয়দপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
- Dec 24 2025 13:25
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ষাটোর্ধ এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া সেচ ক্যানেলের পাড়ে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম জাবেদ আলী (৬০)। সে সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ শিকারী।
তিনি সেচ ক্যানেল ও আশেপাশের বিল এবং ডোবা নালায় মাছসহ পাখি শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সুত্র জানায়, সকালে ক্যানেলের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে ক্যানেলের পাড়ে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখতে পায় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান তারাগঞ্জ থানা পুলিশ। থানার উপ পরিদর্শক শরীফ বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত জাবেদ আলীর পারিবারিক সুত্র জানায়,
গতরাতে তিনি মাছ ধরার জন্য বের হয়ে যান। তারপরে আর কোন যোগাযোগ হয়নি। সকালে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহতের চাচাতো ভাই মোহার আলী বলেন, জাবেদ আলীর মত এমন একজন নিরীহ মানুষকে কেউ হত্যা করতে পারে, তা কল্পনাও করা যায়না। কেন হত্যা করবে তাকে? এই নৃশংস হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারসহ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
আরো সংবাদ
সৈয়দপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
- Dec 24 2025 13:25
কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ
- Dec 24 2025 13:25
কল্যাণপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদসহ নাসির লন্ডনী আটক
- Dec 24 2025 13:25
স্বপদে পুনর্বহালের দাবিতে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে মানববন্ধন
- Dec 24 2025 13:25
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





