Image

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গনে সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্যয় এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সদস্য শেখ শরিফুল ইসলাম, ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম সাইফুল্লাহ, সমাজসেবক হাফেজ খায়রুল বাশার, প্রত্যয় এর ডিএমডি শেখ নাজমুল হুদা, ব্যবসায়ী শেখ আবু তাহের, সুকুমার দাশ, ব্যবসায়ী আসাদুজ্জামান সেলিম প্রমুখ। 

 

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব প্রদর্শনকারী ৩০২ শিক্ষার্থী এবং ৬৮ অভিভাবককে পুরস্কৃত করা হয়।

 

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ  উপস্থিত ছিলেন।