
শ্যামনগরে প্রবাসী প্রতারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- May 03 2025 13:39
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মোঃ রেজাউল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কুয়েত প্রবাসে যাওয়ার নামে প্রতারণা ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।
৩ মে (শনিবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ রেজাউল ইসলাম বলেন, তিনি একই এলাকারই এক ব্যক্তি, মরহুম ইনতাজ আলী ফকিরের পুত্র মোঃ কামাল হোসেন ফকিরের কাছে চার লক্ষ ত্রিশ হাজার টাকা পরিশোধ করে কুয়েত যাওয়ার জন্য একটি চুক্তি করেন। চুক্তি মোতাবেক তাকে কুয়েত পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর কামাল হোসেন ফকির তাকে আরেক দালালের কাছে হস্তান্তর করেন। রেজাউলের অভিযোগ, ওই দালাল তার কাছে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দাবি করেন এবং টাকা না পাঠানোর কারণে তাকে শারীরিক নির্যাতন, মানসিকভাবে হেয়প্রতিপন্ন এবং অনাহারে রাখেন। এমনকি তাকে মারধর করে ভয় দেখানো হয় যে, শেখানো কথা মোবাইল ফোনে ভিডিও করে না বললে তাকে জেলে পাঠানো হবে। পুরো এক মাস কেটে গেলেও তাকে কোনও আকামা (কাজের অনুমতিপত্র) বা বৈধ কাগজপত্র দেওয়া হয়নি এবং কাজেও লাগানো হয়নি।
তিনি আরও জানান, প্রতারণার শিকার হয়ে অবশেষে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি এখন তার কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন এবং কামাল হোসেন ফকির ও সংশ্লিষ্ট দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
- May 03 2025 13:39
সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা
- May 03 2025 13:39
শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ
- May 03 2025 13:39
শ্যামনগরে প্রবাসী প্রতারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- May 03 2025 13:39
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- May 03 2025 13:39
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July