
খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মজিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
- Jul 13 2025 16:09
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি'র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পাইকগাছা উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। ডাঃ আব্দুল মজিদ রবিবার বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাবিবনগর মাদ্রাসা মোড় ও কাজীমুছায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
এ সময় জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, মেসের আলী সানা, মাস্টার বাবর আলী, আবু মুসা, সাংবাদিক আলাউদ্দিন রাজা, আবুবক্কার সিদ্দিকী, সুজায়েত গাজী, বি এম আকিজ উদ্দিন, মোঃ কামাল হোসেন, আসাদুজ্জামান মামুন, শহিদুর রহমান, বাবুল সরদার, নুরুজ্জামান খাঁ, হোসেন আলী, সুমন আহমেদ, রুবেল গাজী, জাহিদুল ইসলাম, লিটন গাজী, আনিস সরদার, কামরুল ইসলাম, শরিফুল মোড়ল, সোহেল সরদার, বাক্কার সরদার, আবু সাঈদ, আজগার ফকির, বজলু মোড়লসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড
- Jul 13 2025 16:09
ডুমুরিয়ায় জমির দলিল নিয়ে অজিত চৌকিদারের আত্মহত্যা
- Jul 13 2025 16:09
ডুমুরিয়ায় অতিবৃষ্টি ও জােয়ারে ওঠা পানিতে বয়ারশিং-আঁধারমানিক প্লাবিত
- Jul 13 2025 16:09
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July