Image

কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি: "মাদককে না বলি,ক্রীড়াকে উৎসাহিত করি” স্লোগানে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ মৌতলা ইউনিয়ন কাপের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন কৃতি ফুটবলার সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মৌতলা নামাজগড় ফুটবল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মৌতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ড ফুটবল একাদশ।  তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টাইব্রেকারে জয়লাভ করে মৌতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পানিয়া জলকল্যাণ সমিতি ফুটবল একাদশ।

 

প্রধান অতিথি খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। এ টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও সমন্বয়কারী ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী রাব্বি হোসেন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ এমদাদুল হক, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রবিউল্লাহ বাহার প্রমুখ। এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আযম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ ও সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, মৌতলা ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী আবু সাঈদ ও সদস্য সচিব শেখ তহিনুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এ অনুষ্ঠান থেকে ইউনিয়নের প্রাক্তন কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়।

 

এসময় প্রধান অতিথি আলহাজ্ব কাজী আলাউদ্দীন বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীলতা বাড়ায়। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা যেমন প্রয়োজন, ঠিক তেমনি ক্রীড়া তরুণদের শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।”

 

প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন সৈয়দ মমিনুর রহমান ও মুর্শিদ এলাহী বাবু।