Image

শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কেদার বাজার মোল্যা বাড়িতে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম হওয়ার অভিযোগ উঠেছে। মৃত মেছের মোল্যার পুত্র দাউদ মোল্যা জানান, ২৯ আগষ্ট (শুক্রবার) বিকেল ৩ টার দিকে তার বাড়ির পথ দখল করে বাচ্চু মোল্যা ঘর নির্মাণ করতে প্রস্তুুতি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় মারপিট, ৪ টি টাচ মোবাইল, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে।বাচ্চু মোল্যার নেতৃত্বে অনলাইন জুয়াড়ী রাসেল, সাগর, গাঁজা ব্যবসায়ী রবিউল, শরিফুল রেজাউলসহ আরো ৫/৬ জন সংগঠিত হযে লাঠি, লোহার রড, ছুরি নিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠে। এ হামলায় মারাত্মক রক্তাক্ত জখম হন দাউদ মোল্যা(৭০), মারুফ হোসেন(২১), মোয়াজ্জেম হোসেন(২৭), আশিক হোসেন (২২)।

 

দাউদ মোল্যার মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হন এবং মারুফ হোসেনের মাড়ীর নীচের ৪ টি দাঁত ভেঙে যায়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।

 

স্থানীয়রা জানান, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ) এ পথ নিয়ে বিরোধে কয়েক বার সালিসি বৈঠকে উভয় পক্ষের উপস্থিতি ৪ ফুট প্রশ্বস্ত পথ রেখে ঘর নির্মাণের সিদ্বান্তকে অবজ্ঞা করে বাচ্চু মোল্যা জোরপূর্বক পথের জায়গা দখল করে ঘর নির্মাণ করায় বিরোধ সৃষ্টিতে হামলা হয়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।