Image

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এবং ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাসহ সকল হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৫ -জুলাই) বিকেলে ওই কর্মসূচি পালন করে দলটি।

ওইদিন বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের লায়ন্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন হাউদা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুনায়েদ আল বাবু।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক ফরহাদ হোসেন। সংগঠনটির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর  সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন,  প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নীলফামারী জেলা সভাপতি জাহাঙ্গীর আলম,সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ----- যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি প্রকৌশলী হুসেইন মোহাম্মদ আরমান প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ আল বাবু, বলেন, বিএনপির জনপ্রিয়তায় একটি দলের মাথা খারাপ হয়েছে। তারা নির্বাচন পেছাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য  তারা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করছে। কিন্তু তারা জানেনা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একজন নেতাকর্মী বেঁচে থাকতে সেসব ষড়যন্ত্র সফল হতে দিবেনা। তিনি বলেন,দেশে শান্তি ও ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত দলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থাকবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।