Image

আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও UzDMC–এর চেয়ারম্যান কৃষ্ণা রায়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্প সভাটি আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে। সভায় সমাজ সেবা অধিদপ্তর, কৃষি বিভাগ, প্রাণি সম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং থানা পুলিশ প্রতিনিধি অংশ নেন। এছাড়া, প্রতাপনগর, বড়দল, খাজরা, শ্রীউলা, আশাশুনি সদর, কাদাকাটি ও কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রতিনিধি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সামাজিক সংগঠনের নেতা এবং ইএসডিও, উত্তরণ, ফ্রেন্ডশিপ, রূপান্তর ও আইডিয়াল এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় চলমান ভারী বর্ষণ পরিস্থিতি, দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনা হয়। 

ইএসডিও–ICRDCV-II প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা ও REACH প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুকুল হক দুটি পৃথক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭ টি ওয়ার্ডে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা গড়ে তুলতে প্রকল্প দুটির মাধ্যমে কি কি কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা তুলে ধরেন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।