Image

সৈয়দপুরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং সকল হত্যাকান্ডে সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার  (১৭ জুলাই) রাতে ওই কর্মসূচি পালন করা হয়। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ।  

জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডুর সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক, জাকির হোসেন মেনন, কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ,জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন, জেলা তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে বিএনপি। তাঁরপরেও রাজপথ ছেড়ে যায়নি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা বলেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে আওয়ামীলীগের

রোষানলে পড়ে হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছিল, গুমের শিকারও হয়েছে অসংখ্যজন।

১৭ বছরের আন্দোলনে হামলা মামলা খেয়েছি আমরা, অথচ এখন যারা বড়বড় কথা বলছে, সেসময়ে তাদের রাজপথে দেখা যায়নি। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতে আওয়ামীলীগ সফল হতে পারেনি,আপনারাও পারবেন না। তারা বলেন, 

দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তাদের দাঁতভাঙা দেওয়া হবে। বিএনপিকে নিয়ে চক্রান্তকারীদের রাজপথে সমুচিত জবাব দিতে প্রস্তুত যুবদল। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা জাসাসের আহবায়ক হামিদুল ইসলামসহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ। 

এরআগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।