Image

জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে সৈয়দপুরে বিএনপির মৌন মিছিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় মৌণ মিছিল করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে মৌণ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।  

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতির বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় জুলাই - আগস্ট গনঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ২৪ এর আন্দোলন সংগ্রাম নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ  পারভেজ লিটন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু প্রমুখ। বক্তারা ২০২৪ সালে জুলাই- আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন আন্দোলন করতে গিয়ে আওয়ামী পেটোয়া বাহিনীর গুলিতে নিহত আবু, সাঈদ,মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদদের 

শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ মনে করেছিল মানুষকে বোকা বানিয়ে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে। 

এজন্য সাধারণ জনগনের ওপর গত ১৭ বছর তারা চালিয়েছিল হামলা মামলা নির্যাতন। করা হয়েছিল

গুম ও খুন। বক্তারা বলেন তাদের অত্যাচারে সবচেয়ে বেশী খুন ও গুমসহ হামলা মামলার শিকার হয়েছে বিএনপি। সর্বত্র করা হয়েছিল বৈষম্য। এ অবস্থায় তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়ায় ছাত্র জনতা। ভোটের অধিকার ফিরিয়ে আনতে শুরু হয় সরকার পতনে এক দফা আন্দোলন। বক্তারা বলেন, সে সময় আন্দোলন ঠেকাতে বুলেটের আঘাতে বিএনপিসহ হাজার হাজার ছাত্র জনতার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারী হাসিনা। কিন্তু ওই গনঅভ্যুত্থানে টিকতে না পেরে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা। পতন হয় আওয়ামী লীগের। তারা বলেন, ৫ আগস্টের পর  ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করেও  রাজপথে থাকা বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে একটি দল। তারা যখন বুঝতে পেরেছে নির্বাচন হলে জনগন বিএনপির পক্ষে রায় দিবে, এজন্য

 দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। যাতে নির্বাচন না হয়। কিন্তু বিএনপি ষড়যন্ত্রকারীদের কোন চক্রান্ত সফল হতে দিবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা রাজপথে থেকেই জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। পরে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব মাওলানা কাজী সাইদুল ইসলাম। এসময় জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার , যুবদল নেতা জাকির হোসেন মেনন, জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী হুসেইন মোহাম্মদ আরমান, ছাত্রনেতা রিফায়েতুজ্জামান রিফাত, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ  বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল কৃষক দল,তাঁতীদল, মৎস্যজীবি দল,জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।