Image

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশলিয়া ও মথুরেশপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কাউন্সিল নির্বাচন সম্পন্ন

আবু হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর, কুশলিয়া ও মথুরেশপুর ইউনিয়নের ২৭ টি ওয়ার্ড কাউন্সিলের নির্র্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণের পর গণনা শেষে নির্বাচনে অংশ নেয়া দু’টি প্যানেলের মধ্যে প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ওয়ার্ডসমূহে বিজয়ীরা হলেন যথাক্রমে ১নং ওয়ার্ডে সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। ২নং ওয়ার্ডে সভাপতি আব্দুল খালেক গাজী, সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম ও সংগঠনিক সম্পাদক লুৎফর রহমান। ৩নং ওয়ার্ডে সভাপতি লক্ষণ সরকার, সাধারণ সম্পাদক আরশাদ আলী ও সাংগঠনিক সম্পাদক দেবপ্রসাদ। ৪নং ওয়ার্ডে সভাপতি শহিদুল মোড়ল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবি ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোড়ল।

৫ নং ওয়ার্ডে সভাপতি দীন ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। ৬নং ওয়ার্ডে সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক মোনাজাত উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। ৭নং ওয়ার্ডে সভাপতি হাবিবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোনতেজ গাজী। ৮নং ওয়ার্ডে সামিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোমতাজ উদ্দিন এবং ৯নং ওয়ার্ডে সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুফান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

কুশলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী ও সাংগঠনিক সম্পাদক শেখ খায়েরুজ্জামান রোকন। ২নং ওয়ার্ডে সভাপতি শেক মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান ও সাংগঠনিক সম্পাদক শেখ নাসির উদ্দীন। ৩নং ওয়ার্ডে সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারণ মোঃ মিজানুর রশিদ বুলু ও সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান ঢালী। ৪নং ওয়ার্ডে সভাপতি সভাপতি নূর মোহাম্মদ খান, ইসমাইল হোসেন কারিকর ও সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান খান। ৫নং ওয়ার্ডে সভাপতি আবু মজনু মোড়ল, সাধারণ সম্পাদক আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন। ৬নং ওয়ার্ডে সভাপতি কাজী শহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোমিনুর রহমান। ৭নং ওয়ার্ডে সভাপতি আবু বক্কর সিদ্দীক, সাধারণ সম্পাদক মোসলেম আলী সরদার ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান। ৮নং ওয়ার্ডে সভাপতি কাজী শাহিন আলম, সাধারণ সম্পাদক খান সারোয়ার ও সাংগঠনিক সম্পাদক কাজী মাইমিনুর রেজা এবং ৯নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত সভাপতি কাজী শামিম আহমেদ, সাধারণ মুনসুর আলী গাজী ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী।

মথুরেশপুর ইউনিয়নের ১নং ওয়াডের্র সভাপতি মোঃ নুরুস সালাম গাইন, সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম ও সাংগঠনিক মোঃ শাহজাহান গাজী। ২ নং ওয়ার্ডে সভাপতি শেখ গোলাম কাদির, সাধারণ সম্পাদক শেখ সামিউল ইসলাম ও সাংগঠনিক ফারুক হোসেন। ৩ নং ওয়ার্ডে সভাপতি মোঃ ইসারাত হোসেন, সাধারণ সম্পাদক শেখ জামসেদ আলী ও সাংগঠনিক রজব আলী। ৪ নং ওয়ার্ডে সভাপতি শেখ তকবীর আলম, সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও সাংগঠনিক শেখ মঈনুল হোসেন। ৫নং ওয়ার্ডে সভাপতি ডা. রওশন আলী, সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ৬নং ওয়ার্ডে সভাপতি ইউপি সদস্য মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, ৭নং ওয়ার্ডে সভাপতি সুরাত আলী মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী ছিল না। ৮নং ওয়ার্ডে সভাপতি সৈয়দ হেমায়েত আলী, সাধারণ সম্পাদক কাজী রাইসুল আলম ও সাংগঠনিক সৈয়দ আকরো আমিন এবং ৯নং ওয়ার্ডে সভাপতি এসএম আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং সাংগঠনি সম্পাদক মোঃ ফজর আলী।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনে বিএনপির সাংগঠনিক টীমের প্রধান পৌর মেয়ার তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, জেলা বিএনপির সদস্য কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দক্ষিণ শ্রীপুর, কুশলিয়া ও মথুরেশপুর ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন।


এর আগে গত ২ আগস্ট কালিগঞ্জের কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও তারালী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।