Image

কালিগঞ্জের খানজিয়ায় মাদক, চোরাচালান ও মানবপচার প্রতিরোধে আলোচনা সভা

আরিজুল ইসলাম, নলতা থেকে: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মাদক, চোরাচালান ও মানবপচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪ টায় খানজিয়া বাজারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 

 

নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানজিয়া বিওপির কোম্পানী কমান্ডার মোঃ এলিচ মাহমুদ, বিএনপি নেতা মিলন কুমার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মমিনুর রহমান মোহর, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী প্রমুখ। 

 

উপজেলা ছাত্রদলের নেতা ফারহাদ হোসেন সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক, ব্যবসায়ী, মসাজিদের ইমামসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।