
দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সৈয়দপুরে বিএনপির সদস্য সংগ্রহ শুরু
- Aug 09 2025 19:11
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দেশব্যাপী চলছে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান। এরই ধারাবাহিকতায় সৈয়দপুরে শুরু হয়েছে এ কর্মসূচি।
শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম ও জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনির। এতে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ রুবেল।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবের আমেজে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনিসুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি যথাক্রমে এ্যাড. এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, শফিকুল ইসলাম জনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, বিএনপি নেতা শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ জেলা, উপজেলা, পৌর ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানে বিএনপি নেতা কাজী একরামুল হকের সদস্য পদ নবায়নের মধ্যদিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিএনপির সুত্র জানায়, সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিএনপির সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান চলবে।
আরো সংবাদ
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 09 2025 19:11
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 09 2025 19:11
কালিগঞ্জের খানজিয়ায় মাদক, চোরাচালান ও মানবপচার প্রতিরোধে আলোচনা সভা
- Aug 09 2025 19:11
শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক 'দুলু' বহিষ্কার
- Aug 09 2025 19:11
ভারতীয় হাইকমিশনের আয়োজনে ‘নজরুল সন্ধ্যা’ উদ্যাপন
- Aug 09 2025 19:11
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July