Image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা বিএনপি'র দোয়া অনুষ্ঠান

আবু হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ গাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাড়, সার্চ কমিটির সদস্য জিয়াউর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আলিম আল রাজি তাপস, মাহমুদ মোস্তফা, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জহুরুল ইসলাম।