Image

কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু হাসান: গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব, সাদ্দাম হোসেন এবং সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহসান খান হাবলু।

এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, সদ্য সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম ও শেখ রবিউল ইসলাম, স্বনির্ভর সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, শ্রমিক দলের সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক শোকর আলী প্রমুখ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু সাঈদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১২ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।