Image

কালিগঞ্জের নলতায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সম্মেলন

এসএম আরিজুল ইসলাম, নলতা থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজের হলরুমে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। 

কর্মী সম্মেলনে নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।

প্রধান অতিথি বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস, ত্যাগ ও সততা অপরিহার্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। 

তিনি আরও বলেন, সংগঠনের মূল শক্তি কর্মীরা, তাই সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে শুধু নেতৃত্বের কারণে নয়, বরং তার কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে। আজকের নির্বাচনী কর্মী সম্মেলন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্ম আমাদের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি আশা করি, আপনাদের উৎসাহ ও একাগ্রতা আমাদের উপজেলাকে আরও শক্তিশালী করবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

নলতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি, যুব বিভাগের উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী৷ প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।