Image

ডুমুরিয়ায় উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আলি আসগার লবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা ৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মাদ আলি আসগার লবি বলেছেন, ডুমুরিয়া উন্নয়নে কাজ করা হবে। অবহেলিত এলাকার রাস্তা ঘাটসহ গ্রাম্য অবকাঠামো উন্নয়ন ও সৃষ্ট জলাবব্ধতার স্থায়ী নিরসনের লক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ অব্যাহত রয়েছে। জলাবদ্ধতা নিরসনে ঝুঁকিপূর্ণ সকল নদী খাল পুঃনখনন করা হবে। আর এলাকার উন্নয়ন বাস্তবায়ন করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। গতকাল রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়ন বিএনপি উদ্যোগে নোয়াকাটি বাজার চত্ত্বরে এক  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা।

বিএনপি নেতা মোঃ মশিউর রহমান লিটনের সভাপতিত্বে  ও শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সাবেক এমপি সৈয়দা নারগীস আলি, শেখ আব্দুর রশিদ।

আরও বক্তব্য রাখেন  কেএম আশরাফুল আলম নান্নু, মিরাজুর রহমান মিরাজ, উজ্জ্বল কুমার সাহা, এডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জাসাস নেত্রী রোকসা রহমান, নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, সরদার আব্দুল মালেক, এড. মোনিমুর রহমান নয়ন, নিত্যানন্দ মন্ডল, অরুন কুমার গোলদার, শেখ শাহিনুর রহমান, মাওলানা আব্দুস সালাম আজাদ, মোল্যা একরামুল ইসলাম, জামিনুর রহমান, শেখ মুস্তাইন, আব্দুর রব আকুঞ্জি, শাহাদাত হারদার, আজমল হুদা মিঠু, মোল্যা মশিউর রহমান প্রমুখ।