Image

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা মামলা, নির্যাতন সহ্য করে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার দল হচ্ছে বিএনপি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দল দেশ ও জনগনের কল্যানে প্রকাশ্যে রাজনীতি করে বলেই জনগন তাদের হৃদয়ে স্থান দিয়েছে বিএনপিকে। তাই জনগনের ভালোবাসার মর্যাদা দলের সকল নেতাকর্মীকে দিতে হবে। তিনি বলেছেন, রাজনীতি করতে গিয়ে যারা অন্যায় কাজের সাথে লিপ্ত থাকবে তাদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবেনা। 

গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। শহরের ইকু হেরিটেজ এন্ড রিসোর্টের মিলনায়তনে রংপুর বিভাগের সাংগঠনিক সফরের দ্বিতীয় দিনে ওই সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়রসহ সভাপতি ইয়াসিন আলী, সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। 

 

রাজিব আহসান আরও বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখতে হবে আমাদের রাজনীতি হচ্ছে দেশ ও জনগনের কল্যাণের জন্য। তাই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য জনগনের কাছে যেতে হবে। 

 

জনগনের ভালোবাসার মর্যাদা দিতে এমনভাবে কাজ করতে হবে যাতে আপামর জনতা নিজেই দল ও ধানেরশীষের পক্ষে কথা বলবে- বলেন তিনি'।

 

স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব আহসান বলেন রাজনীতিতে নতুন লড়াই শুরু হয়েছে, আর তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমেের লড়াই। এসবের মাধ্যমে এখন দলের বিপক্ষে যে অপপ্রচার শুরু হয়েছে, তা আগামিতে আরও ভয়াবহ হতে পারে। বিএনপির জনপ্রিয়তায় যারা ভয় পায়, তারাই এসব কাজের সাথে লিপ্ত রয়েছে জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে অবস্থান নিতে দলের সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, অপপ্রচারের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করতে হবে।  

 

তিনি বলেন,রাজনীতি ছেলে খেলা বা আবেগের নয়। রাজনীতি করতে গেলে সচেতন হতে হবে। দলের জন্য কর্মী তৈরী করে মৃত্যুর আগ পর্যন্ত সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। সংগঠনের এই নেতা বলেন, যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তবে যারা অন্যায়ের সাথে জড়িত আছেন, এমন বিন্দু পরিমাণ সত্যতা মিললে তাঁকে দল থেকে আজীবনের জন্য বিদায় করা হবে। তাই সকলকে সচেতন ও সতর্ক হয়ে দেশ ও জনগনের কল্যাণে রাজনীতি করার আহবান জানান তিনি। 

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবু'র সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। 

 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ড. মফিদুল আলম খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম সহ সমাজ সেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সৈয়দপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটু, নীলফামারী জেলা বিএনপির অন্যতম নেতা রেদওয়ানুল হল বাবুসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা, সৈয়দপুর উপজেলা ও  পৌর এবং কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 

 

সভায় আগামি ৫ সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা ও পৌর আহবায়ক কমিটি এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠণ সম্পন্ন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। 

 

এরআগে মঙ্গলবার (২৬ আগস্ট) রংপুর বিভাগে সাংগঠনিক কর্মসূচির প্রথম দিনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মতবিনিময় করেন।