Image

'দেশবাসী বিগত দিনের মতো আর নির্বাচন দেখতে চায় না': মিয়া গোলাম পরওয়ার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি  মিয়া গোলাম পরওয়ার বলেছেন বিগত দিনে  দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশবাসী  বিগত দিনের মতো আর নির্বাচন দেখতে চায় না। একটি পরিচ্ছন্ন স্বচ্ছ নির্বাচন চাই জনগণ। আমরা আশা করি  বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের  অধীনে সাধারণ মানুষ জিম্মি ছিল। যেখানে  আলেম-ওলামাদের উপর খুন গুম হামলা মামলা ও বিনা বিচারে ফাঁসি দিয়ে দেশে ত্রাসের রাজতন্ত্র কায়েম করেছিল। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে । গত পাঁচ আগস্ট ঐতিহাসিক পট পরিবর্তন এর মাধ্যমে স্বৈর শাসনের পতন হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পর আমরা অনেক সরকার দেখেছি। এবার যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইসলামের শাসন কায়েম করবো। ইসলাম ও  কুরআনের বিধান ছাড়া মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না।  জামায়াতে ইসলামই একমাত্র দল জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করেছে ।

 

তিনি আজ বৃহস্পতিবার  দিনব্যাপী ডুমুরিয়ার  রুস্তমপুর, নূরানিয়া ঈদগাহ মাঠ,চুকনগর দিব্যপল্লী হাই স্কুলমাঠ, চুকনগর গঞ্জের বাজার, চাকুন্দিয়া নতুন বাজার গণসংযোগ শেষে সন্ধায় কাঁঠালতলা বাজার চত্বরে  ভোটার  সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী বরাতিয়া ওয়ার্ড  শাখার সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহ সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাড  আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির  মাওলানা মুক্তার হোসাইন।

 

উপস্থিত ছিলেন জামায়াত নেতা শেখ মোসলেম উদ্দিন, হাফেজ মোহাম্মদ আবু বক্কর, মাওলানা মতিউর রহমান,হাফেজ  মঈন উদ্দিন, রুহুল আমিন প্রমুখ।