Image

ডুমুরিয়ায় ভোটার সমাবেশে সেক্রেটরি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজ শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ভোটার সমাবেশে করেছেন। এ-উপলক্ষ্যে এক আলোচনা হাসানপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে ভোটার সমাবেশ ফিরোজ আহম্মেদ গাজীর সভাপতিত্বে ও হেদায়েত হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,  জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস,জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা,শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সাল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয়  বিদেশ বিষয়ক সম্পাদক ড.একরাম উদ্দীন সুমন, উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন,উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ,উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাষ্টার আব্দুর রশীদ বিশ্বাস, যুব সভাপতি বি এম আলমগীর হোসেন, শ্রমিক নেতা মাওলানা সাইদুল্লাহ হোসাইন উপজেলা শিবির সভাপতি মফিজুর রহমান প্রমুখ।