
সৈয়দপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ঘোষণা
- Sep 12 2025 11:42
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখার দায়িত্বশীল সমাবেশে আগামি উপজেলা ও পৌর নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের আল ফারুক একাডেমি স্কুল প্রাঙ্গণে দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ৮ থেকে শুরু হওয়া দুই ঘন্টাব্যাপী এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সৃরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাদিম, বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের। জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির সৈয়দপুর উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা লুৎফর রহমান ও বর্তমান নায়েবে আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ। এতে সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিগত দিনের গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও নির্যাতন নিপীড়নের শিকার এবং মৌলিক অধিকার বঞ্চনায় বাংলার সর্বস্তরের মানুষ অতিষ্ঠ ছিল। যে কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল।
একইভাবে ডাকসু ও জাকসু নির্বাচনে দীর্ঘদিন থেকে ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্ব বেছে নেয়ার ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছাত্র সংগঠনের প্রতিবন্ধকতায় সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ছাত্ররা তাদের সঠিক নেতা নির্বাচন করেছেন।
তিনি বলেন, ঠিক সেভাবেই আগামী জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনেও এরকম বিপ্লব ঘটে যাবে। তাই জনগণের মনোবাসনা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বকে সার্বিকভাবে যোগ্য, দক্ষ ও সততার প্রতিক হয়ে উঠতে হবে। এজন্য নিজেদের মান উন্নয়নের দিকে জোর দিতে হবে। দায়িত্বশীল সকলকে আগামী ২০২৬ সালের মধ্যে রোকন হওয়ার তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, আমরা যদি সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করি তাহলে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সহ উপজেলা পরিষদ, পৌর পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে। এজন্য এখন থেকেই কাজ শুরু করার আহবান জানান।
তিনি আগামী সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা নায়েবে আমীর শফিকুল ইসলাম এবং পৌর পরিষদের জন্য মেয়র পদে সৈয়দপুর পৌর আমীর শরফুদ্দিন খানকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
সমাবেশে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ও ইউনিটের শতাধিক দায়িত্বশীলরা অংশ নেন।
আরো সংবাদ
আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন
- Sep 12 2025 11:42
শ্যামনগরে যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
- Sep 12 2025 11:42
কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- Sep 12 2025 11:42
সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি
- Sep 12 2025 11:42
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July