Image

আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরার আশাশুনি শাখার সম্মেলন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোস এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম। 

 

সম্মেলনে উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট  সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ জিপি এডভোকেট অসীম কুমার মন্ডল।

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার নেতা প্রীতিশ কুমার রায়ের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ। 

সম্মেলনে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।