Image

কালিগঞ্জের মৌতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন

আবু হাসান: ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার কালিগঞ্জেের মৌতলা ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর সাহেব মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী মোস্তফা আল মামুন মনির।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মৌতলা ইউনিয়ন শাখার সভাপতি মোল্লাহ আকরাম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি সহকারী অধ্যাপক ডা. কাজী ওয়ায়েজ করণী, কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ। 

 

উদ্বোধন অনুষ্ঠানে দলটির কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।